এবার খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে মধু ওরফে রাকিব শেখের (২৬) ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হারুউড পয়েন্ট উপকূল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে।
স্থানীয় ও পরিবার সূত্রের খবর, গতকাল বিকেলে ভূতোমোল্লার পোল বাজারে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন রাকিব। রাত আটটা নাগাদ এলাকায় ফিরে এসে একটি চা দোকানে বসে ছিলেন। তারপর থেকে কোন খোঁজ নেই। রাতে বাড়িও ফেরেননি। পরিবারের লোকজনেরা খোঁজ নিয়েও কোথাও কোনো খোঁজ পায়নি। রাকিবের কাকা সালাউদ্দিন শেখ ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours