মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, "একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল। সেটাই স্বাভাবিক। গুঞ্জন তো ছিলই। প্রত্যেকবারই থাকে। ডিমভাতের উৎসব হয়।


নিশানায় এবার তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতারা... একুশে জুলাই নিয়ে জল্পনায় বিস্ফোরক দিলীপ
দিলীপ ঘোষ


একুশে জুলাই নিয়ে জল্পনা, আর তাতে দলেরই একাংশ নেতাকে এবার খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের নিশানা করেছেন তিনি। দিলীপের বক্তব্য, একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই। কিন্তু বিজেপিরও অনেক সদস্যের উৎসাহ ছিল।


মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল। সেটাই স্বাভাবিক। গুঞ্জন তো ছিলই। প্রত্যেকবারই থাকে। ডিমভাতের উৎসব হয়। কিন্তু আমি দেখলাম, এবার আমাদের পার্টির লোকেদেরও খুবই উৎসাহ ছিল। উৎসাহ তাঁদের মধ্যে ছিল, যাঁরা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন। আমাদের বিজেপির লোকেদের কোনও সমস্যা নেই এই নিয়ে।”


'যদি সন্তান থাকে, তাহলে...', কী কারণে মা হলেন না রেখা জানেন?
আলু থালু বেশ, অসংলগ্ন কথাবার্তা, বর্ধমানে উদ্ধার টলিপাড়ার অভিনেত্রী! কী হয়েছে সৌমি হর চৌধুরীর?
উত্তমের মৃত্যুর পর সুচিত্রাকে নিয়ে যা রটে, তা ভুল! খোলসা করেন মুনমুন
প্রসঙ্গত, কয়েক দিন আগে দিলীপ ঘোষে মুখেই শোনা গিয়েছিল, “একুশে কোনও না কোনও মঞ্চে থাকব।” তাতেই উসকে উঠেছিল তাঁর তৃণমূলে যোগের জল্পনা তৈরি হয়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, দিলীপ ঘোষ কি তবে নতুন করে কিছু ভাবছেন! কিন্তু তার পরবর্তী পরিস্থিতিতে বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ। আর তারপরই সামাজিক মাধ্যমে পোস্টে বিজেপি নেতা সাফ জানান, একুশে জুলাই নিয়ে কোনও মাথাব্যথাই নেই!

আর এ প্রসঙ্গেই এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ স্পষ্ট জানালেন, “একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই, কিন্তু বিজেপি কর্মীদের কোনও উৎসাহ নেই।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours