বঙ্গোপসাগরে আজ সকালে ডুবে যাওয়া মৎস্যজীবী ট্রলারটিকে তুলে আনা হলো নামখানা মৎস্য বন্দরে
ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করলো পাশে থাকা অন্য একটি মৎস্যজীবী ট্রলার এবং সবাই ভালোভাবেই মৎস্য বন্দরে ফিরেছে। ট্রলার মাঝি সূত্রে খবর, মাঝ সমুদ্রে জালা ফেলার সময় যখন ট্রলারটির দাঁড়িয়ে ছিলো তখনই একটি ঢেউ এসে এবং ওই ঢেউয়ের ধাক্কায় ট্রলারের নিচ থেকে ফেটে যায় জল ঢুকতে থাকে।
নামখানার দশমাইল ঘাট থেকে ১১ জন মৎস্যজীবী নিয়ে এফ. বি শাকিলা নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। বকখালি থেকে চার ঘন্টা দূরে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটির নিচের পাটাতন ফেটে যায়। বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। পাশাপাশি ডুবন্ত ট্রলারটিকেও উদ্ধার করে আনা হয়েছে ফ্রেজারগঞ্জ হারবার মৎস্য বন্দরে।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours