গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশভবন অভিযান ছিল। সকালে তাঁরা পুলিশি বাধা টপকে ব্যারিকেড ভেঙে, কার্যত বিকাশভবনের সামনের গেটে ভেঙে ভিতরে ঢোকেন। সন্ধ্যা পর্যন্ত বিকাশভবনের ভিতরেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাঁরা। ভিতরে ছিলেন বিকাশভবনের কর্মীরা।


আমরাই রক্তাক্ত, আমরাই কাতরাচ্ছি, আবার আমাদেরই তলব!', থানায় তলব ৫ চাকরিহারা শিক্ষককে, হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি
চাকরিহারা শিক্ষকদেরই তলব থানায়


মার খাওয়ার পরও বিকাশভবনে মাটি কামড়ে হকের দাবিতে পড়ে রয়েছেন চাকরিহারারা। যাঁরা মার খেলেন, তাঁদেরকেই এবার থানায় তলব করল পুলিশ। চাকরিহারা পাঁচ শিক্ষককে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে তাঁদের। সোম ও মঙ্গলবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চাকরিহারাদের আবার প্রশ্ন, মার খেল যাঁরা, তাঁদেরই আবার থানায় তলব?


চাকরিহারা চিন্ময় মণ্ডলের বক্তব্য, “যেটা বলা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের হুমকি দেওয়া জন্য তলব করা হয়েছে। ১৯ ও ২০ তারিখে ডেকে পাঠানো হয়েছে। যদি কেউ হাজিরা না দেন, তাহলে ৩৫(৬) এই ধারায় মামলা রুজু করা হবে। আমরা জানতে চাইছি, এইভাবে যে এফআইআর করা হচ্ছে, নতুন নতুন ধারায় মামলা করা হচ্ছে, আলাদা আলাদা করে ডাকা হচ্ছে, এটার কী কারণ? আমাদেরই লাঠি দিয়ে মারা হল, আমরাই রক্তাক্ত হলাম, আমরাই যন্ত্রণায় কাতরাচ্ছি, আবার আমার বিরুদ্ধেই এফআইআর! চাকরিটা চলে গিয়েছে আমাদের, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, আমাদের হাতে কোনও লাঠি ছিল না, আমাদের হাতে কোনও অস্ত্র ছিল না, আবার আমাদেরকেই কেস দিয়ে ডেকে পাঠানো হচ্ছে!”

এই নিয়ে মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “দিদির কথার ওপর ভরসা রাখা উচিত। কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত নয়।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশভবন অভিযান ছিল। সকালে তাঁরা পুলিশি বাধা টপকে ব্যারিকেড ভেঙে, কার্যত বিকাশভবনের সামনের গেটে ভেঙে ভিতরে ঢোকেন। সন্ধ্যা পর্যন্ত বিকাশভবনের ভিতরেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাঁরা। ভিতরে ছিলেন বিকাশভবনের কর্মীরা। রাতে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে চাকরিহারাদের তুলে দেয়। একাধিক চাকরিহারা আক্রান্ত হন। লাঠি আঘাতে চাকরিহারাদের হাতও ভেঙে যায়। সেই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয় বিভিন্ন মহলে। যদিও পরে কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়, পুলিশ বাধ্য হয়েই লাঠিচার্জ করেছে। এবার চাকরিহারাদেরই তলব করল পুলিশ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours