দীপল বাবু জানাচ্ছেন, সদ্য ২০ কোটি টাকা ব্যয়ে সল্টলেকে দফতর খোলা হয়েছে। কাজ করছেন ২০০ কর্মী। তবে পরিকল্পনা যে আরও অনেক বড় সংবাদমাধ্যমে সে কথাও জানিয়েছেন তিনি। তবে এর জন্য যে জমি ও অন্যান্য পরিকাঠামোগত সাহায্য়ের প্রয়োজন রয়েছে। তার জন্য যে সরকারের হস্তক্ষেপ দরকার সে কথাও মনে করান তিনি।


 গোটা দেশের মধ্যে প্রথম পছন্দ কলকাতা! ১০০ কোটি লগ্নির পথে লন্ডনের তথ্য-প্রযুক্তি সংস্থা
প্রতীকী ছবি


আসছে না বিনিয়োগ, হচ্ছে না শিল্প, বাড়ছে বেকারত্ব! কাজের কাজ কিছুই হচ্ছে না। বারবার বিরোধীরা এই মর্মেই তোপ দাগেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। এরইমধ্যে খরার মরসুমে এল বড় খবর। গোটা দেশের মধ্যে বাংলার বুকেই প্রথম তাদের দফতর খুলে ফেলল নামজাদা ব্রিটেনের তথ্যপ্রযুক্তি সংস্থা রেডক। এসেছে একেবারে ১০০ কোটি টাকার লগ্নির আশ্বাস। সদ্য একটি সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন সংস্থার কর্ণধার দীপল দত্ত। 


দীপল বাবু জানাচ্ছেন, সদ্য ২০ কোটি টাকা ব্যয়ে সল্টলেকে দফতর খোলা হয়েছে। কাজ করছেন ২০০ কর্মী। তবে পরিকল্পনা যে আরও অনেক বড় সংবাদমাধ্যমে সে কথাও জানিয়েছেন তিনি। তবে এর জন্য যে জমি ও অন্যান্য পরিকাঠামোগত সাহায্য়ের প্রয়োজন রয়েছে। তার জন্য যে সরকারের হস্তক্ষেপ দরকার সে কথাও মনে করান তিনি। প্রসঙ্গত, লন্ডনের রেডক মূলত সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার সংক্রান্ত নানা কাজ করে থাকে। বিগত কয়েক বছরে ধারেভারে অনেকটাই বড় হয়েছে এই সংস্থা। 

সূত্রের খবর, গত বছরের নভেম্বর মাসে রেডকের কর্তারা কলকাতায় আসেন। তাঁদের সঙ্গে ছিলেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা। লগ্নির ঘোষণা হয় সেই সময়েই। দীপল বলছেন, আপাতত সল্টলেকে ১২ হাজার বর্গফুট জায়গা নিয়ে কাজ শুরু হয়েছে। আগামীতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রথমে ২০ কোটির বিনিয়োগ হয়ে গিয়েছে। আগামী ২ বছরের মধ্যে ধাপে ধাপে আরও ৮০ কোটি টাকার লগ্নি হবে। জমির প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যেই কাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে জানানোও হয়েছে সংস্থার তরফে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours