বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, পারথ টেস্টে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাও আপাতত টিমের সঙ্গে ডনের দেশে যাচ্ছেন ভারতের অধিনায়ক। কিন্তু কেন? বোর্ড সূত্র জানিয়েছেন সেই কারণ।
বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২২ নভেম্বর পারথে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) প্রথম টেস্ট ম্যাচ। তার জন্য এ বার ২টো গ্রুপে ভাগ হয়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, পারথ টেস্টে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাও আপাতত টিমের সঙ্গে ডনের দেশে যাচ্ছেন ভারতের অধিনায়ক। কিন্তু কেন? বোর্ড সূত্র জানিয়েছেন সেই কারণ।
১০ ও ১১ নভেম্বর ভারত থেকে ২টো ব্যাচে বিরাট-রোহিতরা যাবেন অস্ট্রেলিয়ায়। কেন একসঙ্গে অজি-ভূমে যাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা? বোর্ডের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘একটা কমার্শিয়াল ফ্লাইটে পুরো টিমের জন্য আসন বুক করা সম্ভবপর হয়নি। যে কারণে ২টো ব্যাচে ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাবেন।’
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর ওয়াংখেড়েতে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি অস্ট্রেলিয়ায় যাবেন কিনা নিশ্চিত নয়। তবে তিনি ভালোটাই আশা করছেন। আসলে শোনা গিয়েছিল, ভারত অধিনায়কের স্ত্রী ঋতিকা দ্বিতীয় বার সন্তানসম্ভবা। আর এই সময় স্ত্রীর পাশে থাকতে চান রোহিত।
Post A Comment:
0 comments so far,add yours