গঙ্গাসাগরের ছয়েরঘেরীতে শুরু হলো জগদ্ধাত্রী পূজা ও সংহতি মেলা
৭ই নভেম্বর বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন ছয়েরঘেরীতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি জগদ্ধাত্রী মায়ের পূজো মণ্ডপ
এইবছর গঙ্গাসাগরের ছয়েরঘেরী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা ও সংহতি মেলা ১৯ তম বর্ষে পদার্পণ করেছে,গঙ্গাসাগরের ছয়েরঘেরীর জগদ্ধাত্রী পূজা ও সংহতি মেলা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েকদিন ধরে চলবে বলে জানা গিয়েছে, এইবছর ওই পুজো কমিটির পূজো মন্ডপের বিশেষ আকর্ষণ রয়েছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি পূজো মন্ডপ,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমে ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours