তথ্য বলছে, বীরভূমে মোট ছ’টি পৌরসভা রয়েছে। এরমধ্যে বর্তমানে তিনটি শাসকদলের হাতে রয়েছে। বাকি তিনটি রয়েছে বিরোধীদের দখলে। যদিও এই ছবি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে। এই পুরসভাগুলিতেই রদবদল হতে চলেছে বলে খবর।
নিজের ওয়ার্ডেই পিছিয়ে অনুব্রত, বীরভূমে রদবদলের কাঁচি চলতে পারে কোন কোন জায়গায়?
রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর
লোকসভা ভোটের ফল সামনে আসার পরেই পাওয়া গিয়েছিল রদবদলের ইঙ্গিত। দলের সেনাপতি যে কিছু একটা তোড়জোড় করছে সেই খবরও মিলেছিল। লোকসভা নির্বাচনে যে ৬৯ পুর এলাকায় হারতে হয়েছিল তৃণমূলকে সেই এলাকা নিয়ে সবথেকে বেশি চিন্তা দলের। বদলে যাবে বহু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। তালিকাও রেডি। অবশেষে দলের সেকেন্ড ইন কমান্ডের সেই তালিকায় সিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্ঘাত করেছেন এমন নেতা থেকে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তালিকায় রয়েছে অনুব্রত মণ্ডলের বীরভূমও। সূত্রের খবর, এখানেও ব্য়াপক রদবদল হতে চলেছে।
তথ্য বলছে, বীরভূমে মোট ছ’টি পৌরসভা রয়েছে। এরমধ্যে বর্তমানে তিনটি শাসকদলের হাতে রয়েছে। বাকি তিনটি রয়েছে বিরোধীদের দখলে। যদিও এই ছবি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে। এই পুরসভাগুলিতেই রদবদল হতে চলেছে বলে খবর। লোকসভায় জিতলেও সিউড়ি, রামপুরহাট, বোলপুর পুরসভায় হারতে হয়েছে ঘাসফুল শিবিরকে। রদবদল হতে চলেছে এই পুরসভাগুলিতে।
নির্বাচনী তথ্য বলছে, সিউড়ি পৌরসভাতে ৬২৪৮ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ২১টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে তৃণমূল লিড দিয়েছে। বাকিগুলিতে এগিয়ে আছে বিজেপি। এর মধ্যে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ডেই ৫০০ ভোটে পিছিয়ে আছে তৃণমূল। বোলপুর শহরে ৫৮০৪ ভোটে এগিয়ে আছে বিজেপি। বোলপুর পৌরসভাতে বাইশটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে ১৬টি ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি। বাকিগুলিতে এগিয়ে তৃণমূল। এর মধ্যে অনুব্রত মণ্ডলের ওয়ার্ড এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ডেই পিছিয়ে আছে তৃণমূল।
Post A Comment:
0 comments so far,add yours