গ্রুপ থেকে দুটো দল পরের রাউন্ডে যাবে। ফলে ভারতকে বাকি ম্যাচগুলি জিততেই হবে। এর জন্য যেমন ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, তেমনই ফিল্ডিংয়েও। শেষ উইকেটে ৪৮ রানের জুটিতে ভারতের হারের ব্যবধান কমান এনাম ও যুধাজিৎ।
রানের চাপ, ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে হার ভারতের
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শুরুটা ভালো হল না ভারতের। পাকিস্তানের দেওয়া রানের পাহাড় টপকানো হল না। টস জিতে অ্যাডভান্টেজে ছিল পাকিস্তান। শেষ অবধি সুযোগটা দুর্দান্ত ভাবে কাজেও লাগাল তারা। পাকিস্তানের কাছে ৪৩ রানের হারে নেট রানরেটেও অনেকটা পিছিয়ে রইল ভারত। গ্রুপ থেকে দুটো দল পরের রাউন্ডে যাবে। ফলে ভারতকে বাকি ম্যাচগুলি জিততেই হবে। এর জন্য যেমন ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, তেমনই ফিল্ডিংয়েও। শেষ উইকেটে ৪৮ রানের জুটিতে ভারতের হারের ব্যবধান কমান এনাম ও যুধাজিৎ।
টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। তাদের ওপেনিং জুটিতেই ওঠে ১৬০ রান। উসমান ও শাজিব খান দুর্দান্ত ব্যাটিং করেন। পার্টটাইম স্পিনার আয়ুষ মাহত্রে উসমান ও হারুন রশিদকে ফিরিয়ে কিছুটা সমস্যায় ফেলে পাকিস্তানকে। যদিও শাজিব খানের ১৫৯ রান, উসমানের ৬০-র সৌজন্যে ভারতকে ২৮২ রানের বিশাল টার্গেট দেয় পাকিস্তান। ভারতের ফিল্ডিংয়ে প্রচুর সমস্যা দেখা গিয়েছে। বেশ কিছু ওভার থ্রো-য়ে অতিরিক্ত রান। তেমনই ডিরেক্ট থ্রোয়ে রান আউটের সুযোগও মিস হয়েছে।
বোর্ডে ২৮২ রানের টার্গেট থাকলেও ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভরসা ছিল। ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। তবে দ্বিতীয় ইনিংসে পিচ আরও মন্থর হওয়ায় শট খেলতে সমস্যা হচ্ছিল। তার উপর শট বাছাইয়ের ক্ষেত্রেও ভুল হয়েছে ভারতের। সদ্য আইপিএলের সৌজন্যে শিরোনামে জায়গা করে নেওয়া ১৩ বছরের কোটিপতি বৈভব সূর্যবংশী ৯ বলে ১ রানে ফেরেন। আর এক ওপেনার রঞ্জি ট্রফিতে খেলা আয়ুষ মাহত্রে ১৪ বলে ২০ রানে ফেরেন।
Post A Comment:
0 comments so far,add yours