কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো ডায়ালাইসিস পরিষেবা
গত ১২ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন। আজ ২১শে সেপ্টেম্বর ২০২৪ আর আজ থেকেই চালু হলো কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা। এর ফলে কাকদ্বীপ, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, নামখানা,
বকখালি, কুলপি রায়দিঘি সমস্ত মানুষ পরিষেবা পাবেন এবং উপকৃত হবেন বলে জানান কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়। আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেব কুমার দাস, আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সঞ্চয় দাস। আরো ছিলেন বিভিন্ন ডাক্তার এবং নার্স।
এদিনের এই অনুষ্ঠানে কাকদ্বীপ এর বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয় একজন সাধারণ মানুষকে নিজের গলার উত্তরীয় পরিয়ে দেন। যিনি প্রথম এই পরিষেবা নেবেন। সবাই সমান ভাবে দিন রাত্রি পরিষেবা পাবেন বলে জানান।
Post A Comment:
0 comments so far,add yours