বেআইনি চলাই মদ বিক্রির অভিযোগে সাগরের সুমতিনগর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে কাকদ্বীপ মহাকুমা আদালতে নিয়ে গেল সাগরের আবগারি দপ্তরের পুলিশ

 আবগারি পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের আবগারি দপ্তরের পুলিশ সাগরের সুমতিনগর এলাকা থেকে বেশ কয়েক লিটার বেআইনি চলাই মদ সহ মনোরঞ্জন জানা নামে সাগরের সুমতিনগর এলাকার এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করে সাগরের আবগারি অধিদপ্তরের পুলিশ