আবগারি পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের আবগারি দপ্তরের পুলিশ সাগরের সুমতিনগর এলাকা থেকে বেশ কয়েক লিটার বেআইনি চলাই মদ সহ মনোরঞ্জন জানা নামে সাগরের সুমতিনগর এলাকার এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করে সাগরের আবগারি অধিদপ্তরের পুলিশ
Home
Daily News
Kakdwip news
বেআইনি চলাই মদ বিক্রির অভিযোগে সাগরের সুমতিনগর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার