লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল নিজেও কিপিং করেন। মূলত ব্যাটিংয়ের জন্যই পরিচিত। গত কয়েক বছর নিয়মিত ভাবে কিপিংও করছেন। বয়সভিত্তিক ক্রিকেটের পর আন্তর্জাতিক ক্রিকেটে কিপিং করা সহজ নয়। লোকেশ রাহুল ধীরে ধীরে দুর্দান্ত একটা জায়গা তৈরি করেছেন। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাহানের অনবদ্য একটা ক্যাচ নিয়েছেন রাহুল। ঠিক যেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এ মরসুমে নেওয়া ধোনির ক্যাচের মতোই।
ধোনির ক্যাপ নম্বরই টার্গেট ছিল রাহুলের! ফাঁস করলেন LSG ক্যাপ্টেন
মহেন্দ্র সিং ধোনির ক্যাপে কত নম্বর লেখা থাকে? অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। লোকেশ রাহুলদের মতো তরুণ ক্রিকেটারদেরও এসেছিল। সেটা কেরিয়ারের শুরুর দিকে। আর সেটাই যেন টার্গেট হয়ে দাঁড়িয়েছিল। ওই নম্বরটা। যেটা মহেন্দ্র সিং ধোনির টুপিতে রয়েছে। মহেন্দ্র সিং ধোনি যে কয়েক প্রজন্মের কাছে আদর্শ, এ বিষয়ে সন্দেহ নেই। এখনও দাপটের সঙ্গে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। শেষ দিকে নেমে ব্যাটে ঝড় তুলছেন। আর তাঁর ক্যাপ নম্বর!
লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল নিজেও কিপিং করেন। মূলত ব্যাটিংয়ের জন্যই পরিচিত। গত কয়েক বছর নিয়মিত ভাবে কিপিংও করছেন। বয়সভিত্তিক ক্রিকেটের পর আন্তর্জাতিক ক্রিকেটে কিপিং করা সহজ নয়। লোকেশ রাহুল ধীরে ধীরে দুর্দান্ত একটা জায়গা তৈরি করেছেন। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাহানের অনবদ্য একটা ক্যাচ নিয়েছেন রাহুল। ঠিক যেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এ মরসুমে নেওয়া ধোনির ক্যাচের মতোই।
ধোনিকে নানা দিক থেকেই শ্রদ্ধা করেন লোকেশ রাহুল। তবে তাঁর বিশেষ পছন্দ ধোনির ক্যাপ নম্বর। আজ ঘরের মাঠে টেবল টপার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। তার আগে ধোনির ক্যাপ নম্বরের ‘লোভ’-এর কথা ফাঁস করলেন লোকেশ রাহুল। বলছেন, ‘আইপিএল যখন শুরু হয়, তখন থেকেই দেখেছি, এটা কত বড় মঞ্চ। আমাদের মতো তরুণদের কাছে স্বপ্নের মতো ছিল।’
আইপিএলের পোস্ট করা ভিডিয়ো-তে রাহুল আরও যোগ করেন, ‘যখন আইপিএলে খেলা শুরু করি, অন্যান্য দলকে দেখতাম। বিশেষ করে এমএস ধোনির ক্যাপ। ওতে ১ নম্বর লেখা। ধোনি চেন্নাই সুপার কিংসের প্রথম প্লেয়ার, সে কারণেই ক্যাপে ১ নম্বর। আমাদের মতো তরুণদের মনে হত, কোনওদিনই ১ নম্বর লেখা ক্যাপ জুটবে না। এরপর লখনউ সুপার জায়ান্টস এল। টিমের তরফে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়, নেতৃত্বের কথা বলা হয়, প্রথম যে বিষয়টা আমার মাথায় ছিল তা হল ক্যাপ নম্বর। মনে হয়েছিল, আমার ক্যাপেও তো ১ নম্বর লেখা থাকবে!’
এ মরসুমে দু-বার মুখোমুখি হয়েছে লখনউ ও চেন্নাই। দু-বারই জিতেছে লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচটি অবশ্য রূপকথার চেয়ে কম নয়। মার্কাস স্টইনিসের অবিশ্বাস্য ইনিংসে চেন্নাই দুর্গ জয় করেছে লখনউ। আজ ঘরের মাঠে প্রতিপক্ষ টেবল টপার রাজস্থান।
Post A Comment:
0 comments so far,add yours