আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরীবাল। তাঁর গ্রেফতারির প্রতিবাদে আজ, রবিবার আপের কর্মী-সমর্থকরা গণ-অনশন পালন করবেন। আম আদমি পার্টির সমস্ত বিধায়করা সকাল ১১টায় যন্তর মন্তরে জমায়েত করবেন।

জেলে কষ্ট পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল, আজ দেশজুড়ে গণ অনশনে বসছে AAP
ফাইল চিত্র


নয়া দিল্লি: মেলেনি জামিন, জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ কেজরীবালের গ্রেফতারির প্রতিবাদেই বিক্ষোভ দেখাবে আম আদমি পার্টি। দেশ জুড়ে আম আদমি পার্টির সমর্থকরা গণ অনশন পালন করবেন। সকাল ১১টা থেকে দিল্লির যন্তর মন্তরে আপ কর্মীরা অনশনে বসবেন। সাধারণ মানুষকেও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা আসতে পারবেন না, তাদের বাড়িতে বসেই অনশন পালনের অনুরোধ করা হয়েছে। আপের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।


আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরীবাল। তাঁর গ্রেফতারির প্রতিবাদে আজ, রবিবার আপের কর্মী-সমর্থকরা গণ-অনশন পালন করবেন। আম আদমি পার্টির সমস্ত বিধায়করা সকাল ১১টায় যন্তর মন্তরে জমায়েত করবেন।

আপের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অশান্তির আশঙ্কায় দিল্লি জুড়ে বাড়ানোল হয়েছে পুলিশি নিরাপত্তা। যন্তর মন্তরগামী রাস্তাগুলিকে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে। দিল্লিতে দিনভর ব্য়াপক যানজটের সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।


গত মাসেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির পরই প্রতিবাদে পথে নেমেছিল আম আদমি পার্টি। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান করেছিল। মহিলা সহ বহু আম আদমি পার্টির কর্মীকে আটক করা হয়েছিল।

আম আদমি পার্টির দাবি, রাজনৈতিক চক্রান্তের শিকার অরবিন্দ কেজরীবাল। লোকসভা নির্বাচনে যাতে প্রচার না করতে পারেন কেজরীবাল, সেই জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির মন্ত্রী অতিশি ও আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ইডির লক আপ থেকেই নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দিল্লিবাসীদের নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। লকআপ থেকেই সাধারণ মানুষের ভালমন্দের খোঁজ নিতেন।

প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, ১০০০ কোটি টাকার এই দুর্নীতির কিংপিন অরবিন্দ কেজরীবাল। ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছিল আম আদমি পার্টি, যা গোয়া নির্বাচনে প্রচারে খরচ করা হয়েছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours