নদিয়ার রানাঘাট থানা এলাকা থেকে ৭০০৫.৪৪০ গ্রাম বিদেশি সোনা উদ্ধার হয়েছে। ৪ কোটি ৬৯ লক্ষ ১ হাজার ৪২১ টাকা যার বাজার মূল্য। ২৯ মার্চ শুক্রবার এই সোনা উদ্ধার হয়। বাংলাদেশ থেকে ভারতে এই সোনা পাচার হয়েছে। নদিয়ার চার বাসিন্দাকে আটক করেছে বিএসএফ।


 ভোট বাংলায় মদ আর সোনাতেই কয়েক কোটি টাকা, কমিশন দিল তালিকা
নির্বাচন কমিশন জানাল তথ্য।


কলকাতা: ১৬ মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দেশজুড়ে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গিয়েছে। আর সার্বিক প্রশাসনও এখন জাতীয় নির্বাচন কমিশনের আওতায়। পুলিশ থেকে জেলা প্রশাসন, সবই এখন তাদের অধীনে। শনিবার নির্বাচন কমিশন একটি প্রেস বিবৃতি দিয়েছে। সেখানে জানানো হয়েছে, এখনও অবধি ৪.৬৯ কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে।

নদিয়ার রানাঘাট থানা এলাকা থেকে ৭০০৫.৪৪০ গ্রাম বিদেশি সোনা উদ্ধার হয়েছে। ৪ কোটি ৬৯ লক্ষ ১ হাজার ৪২১ টাকা যার বাজার মূল্য। ২৯ মার্চ শুক্রবার এই সোনা উদ্ধার হয়। বাংলাদেশ থেকে ভারতে এই সোনা পাচার হয়েছে। নদিয়ার চার বাসিন্দাকে আটক করেছে বিএসএফ।

 

কলকাতা থেকে নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ২,০৯,৪৫,০০০ টাকা। এছাড়া এখনও অবধি ৭.৮৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। ১২,৬৯,১৯৪.৯৩ লিটার লিকার, যার মূল্য প্রায় ৩৩.৮৬ কোটি টাকা। এবার প্রথম থেকেই কমিশন জানিয়ে দিয়েছিল, ভোটের সময় কোনওরকম বেআইনি লেনদেন, পাচার, অবৈধ কার্যকলাপ রুখতে তারা বদ্ধপরিকর। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। সেই পথেই এগোচ্ছে তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours