১০০ মিটার এলাকা জুড়ে ধস নিল নদী বাঁধ। ২০০ মিটার এলাকা এখনও বিপদজ্জনক অবস্থায় রয়েছে। ১১ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামে। গাছপালা ও বিদ্যুতের খুটি সহ এলাকার নদী বাঁধটি ধস নিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধস নিয়েছিল। সেই সময় বাঁধটি মেরামত করা হয়।১১ই ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে নদী বাঁধটিতে পুনরায় অল্প অল্প ফাটল ধরতে থাকে। রবিবার সন্ধ্যা নাগাদ পুরোপুরি ধস নিয়ে নদীগর্ভে চলে যায় ওই নদী বাঁধটি। হঠাৎ করে ওই নদী বাঁধে ধ্বস নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদী বাঁধের কাছাকাছি থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেচ দপ্তরকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাতেই কাকদ্বীপ বিডিও ঘটনাস্থলে পৌঁছন। ১২ই ফেব্রুয়ারী সোমবার অমাবস্যার কটালে জেরে নদীতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ব্লক প্রশাসন।

স্টাফ রিপোর্টার  সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours