রায়দিঘীতে পুলিশের রুটমার্চ!
লোকসভা নির্বাচনের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্ববোধনে সোমবারদিন দুপুর একটা নাগাদ রায়দিঘীর নন্দকুমারপুর আমরা সবাই ক্লাব মোড় থেকে প্রায় তিন কিলোমিটার পুলিশের রুটমার্চ। রুটমার্চে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহা এলাকার মানুষের সাথে কথা বলেন। লোকসভা নির্বাচনে ভোটারদের মনোবল বৃদ্ধি করতে প্রত্যন্ত গ্রামের মানুষদের সাথেও কথা বলেন রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহা, এলাকার বাসিন্দারা যাতে নির্ভয়ে লোকসভা নির্বাচনে অংশ নিতে পারে সে ব্যাপারে তাদের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা।
র্যাফ ও পুলিশ বাহিনীদের নিয়ে রায়দিঘীর নন্দকুমারপুর এলাকায় সোমবার দিন চলে পুলিশের রুট মার্চ।
Post A Comment:
0 comments so far,add yours