গঙ্গাসাগর মেলার আগে দমকল এর ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গঙ্গাসাগর পরিদর্শনে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু


আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা,আগামী ৮ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলার ঠিক আগেই মেলার পরিকাঠামোর প্রস্তুুতি সরজমিনে খতিয়ে দেখতে ২ জানুয়ারি গঙ্গাসাগরে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু,
এবছর গঙ্গাসাগর মেলার জন্য ১১টি অস্থায়ী দমকলকেন্দ্র ও ৫০টি ইঞ্জিন থাকবে। এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে দমকল কর্মী সহ বুলেট। এই বুলেটে অগ্নিনির্বাপক সব ব্যবস্থা থাকবে। এছাড়া অগ্নিনির্বাপণের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপ লাইনের জল ব্যবহার করবে দমকলকর্মীরা। এজন্য গঙ্গাসাগরমেলা মাঠ, কচুবেড়িয়া,লট নং আট নামখানা পয়েন্ট

 জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইন থেকে জল নেবে দমকল। এজন্য প্রায় ৩০০টি অতিরিক্ত পয়েন্ট করা আছে। মঙ্গলবার গঙ্গাসাগরমেলার পরিকাঠামো ঘুরে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের সহাকারি সচিব মনোজ আগরওয়াল,ডিজি রনভীর কুমার,এদিন কচুবেড়িয়ার সবকটি জেটি, জলাধার ঘুরে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু, পাশাপাশি গঙ্গাসাগরের DM মেলা অফিসে দমকল আধিকারিক ও দমকল কর্মীদের নিয়ে বৈঠক সারেন দমকলমন্ত্রী সুজিত বসু,এদিন ওই বৈঠকে দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও, সাগরের SDPO দীপাঞ্জন


 চ্যাটার্জী,সাগরের বিডিও কানাইয়া কুমার রয়,সাগর থানার ভারপ্রাপ্ত অধিকারী শুভেন্দু দাস গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত অধিকারী বাপি রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ,
এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে

এদিন সাংবাদিকদের দমকলমন্ত্রী সুজিত বসু কি বললেন শুনুন

এদিন সাংবাদিকদের দমকল বিভাগের ডিজি রনবীর কুমার কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours