গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে বাবা কপিলমুনি মন্দিরে পূজো দিল প্রচুর সংখ্যক পুণ্যার্থী

অবশেষে মধ্যরাত থেকে গঙ্গাসাগর মেলায় শুরু হল মকর সংক্রান্তির শাহি স্নান, ঘড়ির কাঁটা বারোটা ১৩ মিনিট ছোঁয়ার পর থেকে সমুদ্রে ঢল নামল পুণ্যার্থীদের, রাতেও সাগরতট পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। ১৫ই জানুয়ারি সোমবার ভোরে প্রদীপের আলো, ধূপ, ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মোহময় হয়ে উঠল সাগরতট। সোমবার ভোর থেকে ঠান্ডার প্রকোপ কমলেও কুয়াশায় ছেয়ে গেছে গোটা গঙ্গাসাগর। কুয়াশার জেরে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতায়াতের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কাটলে তবে পুনরায় পরিবহন ব্যবস্থা চালু হবে। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নং আটে পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা,সোমবার দিনভর পুণ্যার্থীদের যাওয়া আসা চলবে,সোমবার মধ্যরাত পর্যন্ত চলবে এবারের শাহি স্নানের যোগ, জেলা প্রশাসনের হিসেবে ১৪ই জানুয়ারি রবিবার বিকেল পর্যন্ত ৬৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে মেলাতে। এবারের ভিড় সর্বকালীন রেকর্ড হতে চলেছে বলে অনুমান প্রশাসনের,

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours