অবশেষে মুড়িগঙ্গা নদীর মাঝখানে আটকে থাকা ভেসেলের পুণ্যার্থীরা পৌঁছালো কচুবেড়িয়া ভেসেল ঘাটে

১২ ই জানুয়ারি শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার লট নম্বর এইট থেকে যাত্রী বোঝাই করে নিয়ে একটি ভেসেল গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে গঙ্গাসাগরমেলার যাত্রাপথে, শুক্রবার আনুমানিক প্রায় দুপুর দুটো নাগাদ কাকদ্বীপের লট নং এইট ও কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে যায় পুণ্যার্থীভর্তি ওই ভেসেলটি, প্রায় বেশ কয়েক ঘন্টা সময় ধরে আটকে থাকে ওই ভেসেলটি, এরপর NDRF -এর টিম, সুন্দরবন পুলিশ জেলার সাগরের থানার ভারপ্রাপ্ত অধিকারী শুভেন্দু দাসের নেতৃত্বে একটি টিম,WBCEF-এরটিম,এবং সিভিল ডিফেন্সের সদস্যরা আটকে পড়া পুণ্যার্থীদের জন্য পানীয়জল ও শুকনো খাবার নিয়ে পৌঁছে দেয়,এর পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় একটি এনজিও এর পক্ষ থেকে ওই ভেসলে আটকে থাকা পূর্ণর্থীদের কাছে চা ও বিস্কুট পৌঁছে দেওয়া হয়, ওই সময় যাত্রীদের ইমারজেন্সি ভাবে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য NDRF-এর স্পিড বোটে করে হেলথ ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা পৌঁছে যায়, এরপর মুড়িগঙ্গা নদীর মাঝখানে আটকে থাকা ভেসেল থেকে পুণ্যার্থীদের উদ্ধার করে অন্য আরেকটি ভেসলে করে ওই পুণ্যার্থীদের ১২ই জানুয়ারি শুক্রবার আনুমানিক রাত আটটা নাগাদ সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসা হয়, এরপর ওই পূর্ণমাত্রার জন্য কচুবেড়িয়া ভেসেল ঘাটে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ খাওয়ারের ব্যবস্থা করা হয়, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours