জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, হাসিবুলের কাঁধে গুলি লেগেছে। এ দিকে, গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে। তবে সেখানে তাঁর অবস্থা খারাপ হওয়ায় বিহারের পুর্নিয়াতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
West Bengal Panchayat Election 2023: ভোট দিতে গিয়ে বিএসএফ-এর গুলিতে জখম ভোটারবিএসএফ-এর গুলিতে জখম
চাকুলিয়া: উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ এক যুবক। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম হয়েছেন তিনি। আহত যুবকের নাম মহম্মদ হাসিবুল। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপোখর থানা এলাকা।
জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, হাসিবুলের কাঁধে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে। তবে সেখানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বিহারের পুর্নিয়াতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার ঢুমাগরের ২৫ নম্বর বুথে আগে থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই সময় হাসিবুল ভোট দিতে যান। এ দিকে, উত্তাল পরিস্থিতি সামলাতে তখন শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ জওয়ানরা। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও দু’রাউন্ড গুলি চালানো হয়। সেই গুলিতেই আহত হন হাসিবুল বলে জানিয়েছে জেলা প্রশাসন।
Post A Comment:
0 comments so far,add yours