ইলিশ মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেলো মা শীতলা নামে গঙ্গাসাগরের একটি মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার ৮ জন মৎস্যজীবী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অধীন গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি মৎস্যজীবীদের ট্রলার ৮ জন মৎস্যজীবী নিয়ে ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গতকালই রওনা দিয়েছিলো,বেশ কয়েকদিন ধরে মৎস্যজীবীদের জালে প্রচুর সংখ্যক ইলিশ ধরা পড়ছে,আর সেই ইলিশ মাছ ধরতে গিয়ে মা শীতলা নামে একটি মৎস্যজীবীদের ট্রলার বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির থেকে প্রায় ২০ থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎই প্রবল হাওয়া ওঠার ফলে গভীর সমুদ্রে প্রবল ঢেউয়ে গঙ্গাসাগরের মা শীতলা নামে মৎস্যজীবীদের ওই ট্রলারটি বৃহস্পতিবার সকালে উল্টে যায় ওই সময় উল্টে যাওয়া ওই ট্রলারে থাকা ৮ জন মৎস্যজীবী তাদের প্রাণ বাঁচানোর জন্য ওই ডুবে যাওয়া ট্রলার থেকে লাফিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়,এরপর ওই মৎস্যজীবীরা ভাসতে ভাসতে সাহায্যের জন্য চিৎকার শুরু করে,গভীর সমুদ্রে শুরু হয় প্রবল ঢেউয়ের সঙ্গে মৎস্যজীবীদের বেঁচে থাকার কঠিন লড়াই, দীর্ঘ ২৪ ঘন্টা সমুদ্রে লড়াইয়ের শেষে আজকের বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই মৎস্যজীবীদের চিৎকার শুনতে পায় এবং তাদের দেখতে পায় ওই সমুদ্রে মাছ ধরতে যাওয়া মা মনসা নামে একটি মৎস্যজীবীদের ট্রলার,
এরপর ওই মা শীতলা নামে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করে মা মনসা নামে মৎস্যজীবী ট্রলারের মৎস্যজীবীরা,মা শীতলা নামে ডুবে যাওয়া ট্রলারটির মৎস্যজীবীদের উদ্ধার করা গেলেও ট্রলারটির কিন্তুু এখনো কোন খোঁজ মেলেনি,ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ চালাচ্ছে অন্য মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার হওয়া সকল মৎস্যজীবী বর্তমানে সুস্থ রয়েছে,
মা শীতলা নামে ডুবে যাওয়া সেই মৎস্যজীবী ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধারের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর মাধ্যমে,
 

স্টাফ রিপোর্ট সৌরভ মন্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours