সূত্রের খবর, নানুরের ৩৩টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে মাত্র ৩ টিতে ভোট হতে চলেছে। পঞ্চায়েতের ২০৬ টি আসনের মধ্যে ভোট হবে মাত্র ১৬টি আসনে।

Panchayat Elections 2023: কেষ্টহীন বীরভূমে ভোটের আগে উড়ছে সবুজ আবির, একের পর এক পঞ্চায়েত 'দখল' তৃণমূলেরবীরভূমে তুমুল উচ্ছ্বাস ঘাসফুল শিবিরের কর্মীদের
বীরভূম: কেষ্ট নেই তো কী! কেষ্টহীন বীরভূমে একের পর এক পঞ্চায়েতে (Panchayat) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসকদলের (Trinamool Congress)। ইতিমধ্যেই বীরভূমের ৫টি পঞ্চায়েত সমিতি চলে গেল তৃণমূলের দখলে। এর মধ্যে বোলপুর মহকুমারই ৪টি পঞ্চায়েত সমিতি। তালিকায় বোলপুর, ইলামবাজার, লাভপুর, নানুর। এছাড়া সিউড়ি মহকুমার সিউড়ি-২ পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে রয়েছে। মোট পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই জেলার ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫০টি ভোটের আগে তৃণমূল দখল করে নিয়েছে। যদিও বিরোধীদের দাবি, চোখ রাঙানি, ভয়ের রাজনীতি করছে শাসকদল। দিকে দিকে বিরোধী প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার, দলবদলে বাধ্য করা হচ্ছে। হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে। এর ফল মিলবে আসন্ন লোকসভা ভোটে।


সূত্রের খবর, নানুরের ৩৩টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে মাত্র ৩ টিতে ভোট হতে চলেছে। গ্রাম পঞ্চায়েতের ২০৬ টি আসনের মধ্যে ভোট হবে মাত্র ১৬টি আসনে। ইলামবাজার পঞ্চায়েত সমিতির ২৭টির মধ্যে ১৮টিতে জয় পেয়ে গিয়েছে শাসকদল। পঞ্চায়েতে ১৫৬ টি আসনের মধ্যে মাত্র ২৬টি লড়াই হতে চলেছে। লাভপুর পঞ্চায়েত সমিতির ৩২টির আসনের মধ্যে ৩১ টিতেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। পঞ্চায়েতে ১৮৮ টি আসনের মধ্যে ৩টি বাদে প্রতিটি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে বোলপুরের পঞ্চায়েত সমিতিও এখন তৃণমূলের দখলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours