উত্তরাখণ্ডে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের চাকা গড়াল। ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া দিল্লি থেকে দেরাদুনের মধ্যে চলবে এই ট্রেন।

Vande Bharat Express: মোদীর হাত ধরে উত্তরাখণ্ড পেল প্রথম বন্দে ভারতফাইল চিত্র



নয়া দিল্লি: তিনদিনের বিদেশ সফর সেরে বৃহস্পতিবার দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দিল্লিতে ফিরেই পূর্ব-পরিকল্পিত কাজে ঝাঁপিয়ে পড়লেন নমো। আজ উত্তরাখণ্ডে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন তিনি। সশরীরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই রাজ্য়ের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন নমো। নয়া দিল্লি ও দেরাদুনের মধ্যে ছুটবে এই ট্রেন। সুবজ পতাকা দেখিয়েই ভার্চুয়ালি বক্তব্যও রাখেন মোদী। তাঁর গুরুত্বপূর্ণ মন্তব্য দেখুন এক নজরে-


হাইস্পিড রেল নিয়ে আগের সরকারের কোনও মাথাব্যথা ছিল না। তারা অনেক বড় বড় দাবি করেছিলেন। এই দাবি করেই বছরের পর বছর কেটে গিয়েছে। হাইস্পিড ট্রেনের কথা তো ছেড়েই দিন। সার্বিকভাবে রেলের অবস্থা খারাপ ছিল। আগের সরকার শুধু প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছে। তা কখনও পূরণ করেনি। কিন্তু আমরা প্রতিশ্রুতি পূরণ করি। তাঁরা সাধারণ মানুষের কথা ভাবেনি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বর্তমান ভারত আধুনিক পরিকাঠামোর মাধ্যমে আরও দ্রুত গতিতে উন্নত হতে পারে। আগে অনেকটা সময় ধরে যেসব দলের সরকার ছিল তারা দেশের এই প্রয়োজনের দিকে নজরই দেয়নি। ওই দলের সব ধ্যান গোল, দুর্নীতির উপর ছিল। পরিবারতন্ত্রেই সীমাবদ্ধ ছিল তাদের নজর। পরিবারবাদ থেকে বেরোনোর জন্য তাদের কাছে কোনও শক্তিই ছিল না: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। ভারতকে দেখতে এবং এর স্বাদ পেতে গোটা বিশ্ব এদেশে আসতে চায়। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মতো রাজ্যের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। আর পুরোদমে এই সুযোগের সদব্যবহার করতে বন্দে ভারত এক্সপ্রেসও সাহায্য করবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মোদী বলেন, এই ট্রেনের সূচনা হওয়ার ফলে দেরাদুন থেকে দিল্লি পৌঁছতে আরও কম সময় লাগবে। এই ট্রেনের মাধ্যমে দিল্লি ও দেরাদুনের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। ট্রেনের সুবিধাগুলি এই যাত্রাকে আনন্দদায়ক করে তুলবে।

১২ হাজার কোটি টাকা ব্যয়ে চার ধাম গ্র্যান্ড প্রজেক্টের কাজ দ্রুত গতিতে চলছে। ২০১৪ সাল থেকে আমরা ভারতীয় রেলকে বদলে দিয়েছি। আমরা দ্রুতগতির ট্রেনের স্বপ্নকে বাস্তবে পরিণত করার মাধ্যমে শুরু করেছিলাম। ২০১৪ সালের আগে ৬০০ কিলোমিটার রেললাইন বিদ্যুতায়িত হয়েছিল। সেই তুলনায় প্রতি বছর ৬০০০ কিলোমিটার রেললাইন বিদ্যুতায়িত হচ্ছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours