গত ম্য়াচে স্পিন অস্ত্রেই বাজিমাত করেছিল কেকেআর। সানরাইজার্সের বিরুদ্ধেও টস জিতলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা।

 টস জিতে ফিল্ডিং কেকেআরের, খেলা সেন্ট্রাল পিচে...
Image Credit Source: IPL
দীপঙ্কর ঘোষাল : ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় ম্য়াচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। আগের দিন অন্য় পিচে খেলা হয়েছিল। সানরাইজার্সের বিরুদ্ধে ম্য়াচের জন্য় বেছে নেওয়া হয়েছে সেন্ট্রাল পিচকে। সামান্য ঘাস রয়েছে। গত ম্য়াচের মতো এই পিচেও সবুজের আভা রয়েছে। তবে কলকাতার বর্তমান যা আবহাওয়া, পিচে আর্দ্রতা থাকার কথাও নয়। ম্য়াচ যত এগোবে পিচ ভাঙবে, স্পিনাররা সুবিধা পাবে। গত ম্য়াচে স্পিন অস্ত্রেই বাজিমাত করেছিল কেকেআর। বোর্ডে ২০০ প্লাস স্কোর তুলে আরসিবিকে মাত্র ১২৩ রানেই অলআউট করেছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের স্পিন ত্রয়ী পার্থক্য় গড়ে দিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও টস জিতলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা। টিম কম্বিনেশন থেকে পরিস্থিতি, বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।


টস হেরে প্রথমে ব্যাট করতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাদের ক্ষেত্রেও সমস্য়া টপ অর্ডার ব্য়াটিং। বিশেষ করে বলতে হয় হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়ালদের কথা। হ্য়ারি ব্রুককে ১৩ কোটি টাকার বেশি দামে কিনেছিল হায়দরাবাদ। গত ম্য়াচে তাঁকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে পাঠিয়েছিল সানরাইজার্স। তাতেও কোনও লাভ হয়নি। বরং কেকেআর শিবিরে চাপ হয়ে দাঁড়াতে পারেন রাহুল ত্রিপাঠী। কলকাতার প্রাক্তনীকে দ্রুত আউট করাই লক্ষ্য় নারিনদের।

কেকেআর গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করেছিল। এই ম্য়াচেও প্রথমে ফিল্ডিং করায় প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। যা পরিস্থিতি, এই ম্য়াচেও ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে নামাবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশে ইতিমধ্যেই চার বিদেশি থাকায় ইমপ্য়াক্ট প্লেয়ারে কোনও বিদেশিকে নামানোর পরিস্থিতি নেই। একমাত্র কনকাশন হলে সেক্ষেত্রে ডেভিড উইজেকে সাবস্টিউটে রাখা হয়েছে, তাঁকে নামানো যেতে পারে।


নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নারায়ন জগদীশন, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, সূয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী

সাবস্টিটিউট: মনদীপ সিং, অনুকূল রয়, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইজে, কুলবন্ত খেজরোলিয়া

সানরাইজার্স একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক

সাবস্টিটিউট: আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগার, ওয়াশিংটন সুন্দর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours