ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে 'বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন' করা হয়েছে। স্টেশনটির দেখতে হবে অবিকল ঝাঁসির রাণীর প্রাসাদের মতো।



Jhansi Rail station: রেলস্টেশনেই তৈরি হবে ঝাঁসির রানীর 'প্রাসাদ', বড় পরিকল্পনা মোদী সরকারেরবিশ্বমানের হচ্ছে ঝাঁসি রেলস্টেশন
লখনউ: রেলের আধুনিকীকরণের জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তা ট্রেনের মানোন্নয়নই হোক কিংবা স্টেশনের পুনর্নির্মাণ। সর্বত্র বিশ্বমানের সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। সরকারের পরিকল্পনা অনুযায়ী রেল স্টেশনগুলিতে, বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে, তবে সেগুলি হবে অনেক সাশ্রয়ী। বিমানবন্দরের মতো ব্যয়বহুল হবে না। এর মধ্যে উত্তরপ্রদেশের ঝাঁসি রেলস্টেশনকেও অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার প্রধানমন্ত্রী মোদী টুইটারে ঝাঁসি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের পরিকল্পনা শেয়ার করেছেন। আগামী দিনে ঝাঁসি রেলস্টেশনের চেহারা হবে বিমানবন্দরের মতো। পাঁচ তারা হোটেলের মতো সুবিধা পাওয়া যাবে। রেলস্টেশনটি পুনর্নির্মাণে কত খরচ হবে, তা এখনও জানানো হয়নি। আসুন দেখে নেওয়া যাক, ঝাঁসির রেলস্টেশন কেমন দেখতে হতে চলেছে –
ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন’ করা হয়েছে। স্টেশনটির দেখতে হবে অবিকল ঝাঁসির রাণীর প্রাসাদের মতো। এতে বিশ্বমানের সুবিধা পাবেন যাত্রীরা। এই স্টেশনের বাইরে তৈরি করা হবে একটি ‘হেরিটেজ ওয়াক’। সেখানে হাঁটাহাঁটি করলে কারোর মনে হবে যেন ঝাঁসির রানীর প্রাসাদে আছেন তিনি। যাত্রীদের থাকার জন্য স্টেশনে একটি বিলাসবহুল ওয়েটিং এরিয়াও তৈরি করা হবে। সেখানে সাধারণ মানুষ তাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours