সদ্যোজাতর মাথা, চোখ থেকে গোটা শরীর একেবারে খুবলে খেয়েছে কাকের দল।


আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে সদ্যোজাতর দেহ। আর সেটি খুবলে খাচ্ছে কাকের দল। এটি কোনও সিনেমার গল্প নয়, শুক্রবার এমনই নৃশংস ঘটনার সাক্ষী হল শহর কলকাতা (Kolkata)। বেহালার (Behala) সরশুনায় আবর্জনার স্তূপে সদ্যোজাতর দেহ কার্যত ছিঁড়ে খেল কাকের দল। যা দেখে কার্যত স্তম্ভিত এলাকাবাসী। পরে খবর পেয়ে সদ্যোজাতর (Newborn Baby) দেহটি উদ্ধার করে নিয়ে যায় সরশুনা থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরশুনা থানার অন্তর্গত শকুন্তলা পার্ক এলাকা থেকে সদ্যোজাতর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। মাথা, চোখ থেকে গোটা শরীর একেবারে খুবলে খেয়েছে কাকের দল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে, কখন সদ্যোজাতর দেহটি আবর্জনা স্তূপে ফেলে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে সরশুনা থানার পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরশুনা থানা এলাকার শকুন্তলা পার্ক লাগোয়া রাস্তার ধারে একটি আবর্জনা স্তূপ রয়েছে। এদিন দুপুরে পথচারীদের নজরে পড়ে, ওই আবর্জনা স্তূপে যেন কাকেদের মেলা লেগেছে। কিছু একটা খুবলে খাচ্ছে কাকের দল। তারপর কৌতূহলী কয়েকজন বিষয়টি জানতে আবর্জনা স্তূপে উঁকি মারতেই তাঁদের চোখ কার্যত কপালে ওঠে! তাঁরা দেখেন, আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে এক সদ্যোজাতর দেহ। তারই মাথা, চোখ, নরম শরীর ছিঁড়ে খাচ্ছে কাকের দল। এরপর তাঁরাই সরশুনা থানায় খবর দেন। তারপর সরশুনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে ততক্ষণে সদ্যোজাতটির মাথা অর্ধেক খুবলে গিয়েছে। দেহেরও বিভিন্ন অংশ খুবলে খাওয়া হয়েছে। এদিনের এই দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours