আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমন। গড়েছিলেন একঝাঁক রেকর্ড। গ্য়ালারির একটা ব্য়ানারও নজর কেড়েছিল। সেই ভক্তের কথা রাখলেন শুভমন!

ভারতীয় ক্রিকেটে নতুন পোস্টার বয় শুভমন গিল। তাঁর উপর ক্রাশ খাচ্ছেন হাজার হাজার তরুণী। প্রতি ম্যাচে ব্য়াট হাতে জ্বলে উঠছেন শুভমন। তেমনই সোশ্যাল মিডিয়াতেও নানা কারণে ট্রেন্ডিং। গ্যালারি থেকে কখনও তাঁকে সারা তেন্ডুলকর কিংবা সারা আলি খানকে নিয়ে মজা করা হচ্ছে! আবার এমন স্লোগানও শুনতে হয়েছে, ‘হামারি ভাবি ক্য়ায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো।’ ক্রিকেটের পাশাপাশি গ্য়ালারির এই মজাগুলোও চেটেপুটে নিচ্ছেন তরুণ তুর্কি শুভমন গিল। আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমন। গড়েছিলেন একঝাঁক রেকর্ড। গ্য়ালারির একটা ব্য়ানারও নজর কেড়েছিল। সেই ভক্তের কথা রাখলেন শুভমন! বিস্তারিত 

গত তিন মাস শুভমনের কেরিয়ার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে করেছেন ডবল সেঞ্চুরি। সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি ক্লাবে যোগ দিয়েছেন শুভমন। মাঠের বাইরেও একের পর এক ‘বাউন্ডারি’ মারছেন। আমেদাবাদের গ্যালারিতে এক তরুণী ব্য়ানারে লেখায় আব্দার করেছিলেন, প্লিজ টিন্ডার,শুভমনের সঙ্গে ‘ম্য়াচ’ করিয়ে দাও। শুভমনও ক্রিকেটের বাইরে ম্য়াচ খেলতে প্রস্তুত। টিন্ডারে অ্যাকাউন্টই খুলে ফেললেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours