শিয়ালদহের এই সব লাইনে বহু নিত্যযাত্রী যাতায়াত করেন। পরপর তিনদিন পরিষেবা ব্যহত হলে ভোগান্তিতে পড়তে পারেন তাঁরা।


লোকাল ট্রেনকে বাংলার ‘লাইফলাইন’ও বলা যেতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে কর্মক্ষেত্রে পৌঁছনোর অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। তাই লোকাল ট্রেন (Local Train) বাতিল হতে প্রবল সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। অনেক প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রেই লোকাল ট্রেনের বিকল্প খুঁজে পাওয়া মুস্কিল। চলতি সপ্তাহেই সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন যাত্রীরা। আগামী শুক্রবার, শনিবার, রবিবার ও আগামী সপ্তাহে সোমবার শিয়ালদহের একাধিক শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, একদিকে টীটাগড় স্টেশনে মেরামতির কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। অন্যদিকে, দত্তপুকুর স্টেশনে কাজ হবে বলে বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক ট্রেন।



শুক্রবার, ২০ জানুয়ারি যে ট্রেনগুলি বাতিল থাকবে
আপ ৩৩৮৬৩ ও ডাউন ৩৩৮৫৮ শিয়ালদহ – বনগাঁ লোকাল।

শনিবার, ২১ জানুয়ারি যে ট্রেনগুলি বাতিল থাকবে
আপ ৩১৬২৯ শিয়ালদহ-রানাঘাট

ডাউন ৩১৬৩৬ রানাঘাট-শিয়ালদহ

আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ শিয়ালদহ – বনগাঁ

ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮৫৮ শিয়ালদহ – বনগাঁ

আপ ৩৩৬৫১, ডাউন ৩৩৬৫২ শিয়ালদহ-হাবরা

রবিবার, ২২ জানুয়ারি যে ট্রেনগুলি বাতিল থাকবে
আপ ৩১৬১৭ শিয়ালদহ- রানাঘাট

ডাউন ৩১৬২২ রানাঘাট- শিয়ালদহ

আপ ৩১৪৭১, ৩১৪১৫ শিয়ালদহ- নৈহাটি

ডাউন ৩১৪১৮, ৩১৪২০ নৈহাটি- শিয়ালদহ

আপ ৩১৩১৭ শিয়ালদহ- কল্যানী সীমান্ত

ডাউন ৩১৩১৮ কল্যানী সীমান্ত- শিয়ালদহ

আপ ৩১২১৩, ৩১২২১ শিয়ালদহ- ব্যারাকপুর

ডাউন ৩১২১৪, ৩১২২২ ব্যারাকপুর- শিয়ালদহ

শিয়ালদহ-বনগাঁ শাখার

আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮৬৩ ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২, ৩৩৮৫৮

আপ ৩৩৬৫১, ডাউন ৩৩৬৫২ শিয়ালদহ-হাবরা

২৩ জানুয়ারি, সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকবে
আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫ শিয়ালদহ- বনগাঁ

ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ বনগাঁ- শিয়ালদহ

আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৬৫২ শিয়ালদহ-হাবরা


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours