আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবস পালন করতে আন্দামানে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নেতাজি স্মরণে প্রধানমন্ত্রী। আগামী ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিবসেই আন্দামানের ন্যাশনাল মেমোরিয়ালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দামানের নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপেই নেতাজির নামাঙ্কিত ন্যাশনাল মেমোরিয়ালটি হবে। ওই দিনই আন্দামানের অনামাঙ্কিত ২১ টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী।

PMO সূত্রে খবর, আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবস পালন করতে আন্দামানে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর প্রধানমন্ত্রী নয়া দিল্লি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নেতাজিকে উৎসর্গ করে ন্যাশনাল মেমোরিয়ালের শিলান্যাস করবেন। পাশাপাশি আন্দামানের অনামাঙ্কিত ২১টি দ্বীপের নামে নামকরণ করবেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি অবিসংবাদিত। তাঁর স্মৃতি তুলে ধরতেই নেতাজির নামে ন্যাশনাল মেমোরিয়্যালের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি তাঁর অবদানকে শ্রদ্ধা জানিয়ে আন্দমানের আরও দুটি দ্বীপেরও বিশেষ নামকরণ করা হচ্ছে। আন্দামানের নীল দ্বীপের নামকরণ শহিদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম স্বরাজ দ্বীপ করা হবে বলে PMO সূত্রে খবর।

PMO সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি বেলা ১১টায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পরমবীর চক্র পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীতে বিশেষ অবদান স্বরূপ এবার ২১ জনকে পরমবীর চক্র সম্মান দেওয়া হবে। সেই অনুষ্ঠানের পরই ভিডিয়ো কনফারেন্সে আন্দামানে ন্যাশনাল মেমোরিয়ালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours