হিমাচল প্রদেশে (Himachal Election Results 2022) বিজেপি-কংগ্রেস জোর টক্কর। সকাল ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হিমাচলে ৩২টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।                                                         

বিজেপি-কংগ্রেস জোর টক্কর: হিমাচল প্রদেশের বিধানসভা ৬৮ আসনের। বিজেপি ও কংগ্রেস সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। আপ (AAP) একটি আসনে প্রার্থী দেয়নি। বাকি ৬৭টি আসনে লড়ছে। হিমাচলের লড়াইয়ে রয়েছে বহুজন সমাজবাদী পার্টিও (BSP)। তারা লড়ছে ৫৩টি আসনে। আরও একটি দল রাষ্ট্রীয় দেবভূমি পার্টি লড়ছে ২৯টি আসনে। সিপিআইএম লড়ছে ১১টি আসনে। হিমাচল জন ক্রান্তি পার্টি লড়ছে ৬টি আসনে। 

কার দখলে কটা আসন: হিমাচল প্রদেশেও শেষপর্যন্ত হাসি ফুটতে পারে বিজেপির মুখে। এবিপি সি ভোটারের (ABP C Voter) বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত তেমনই। কড়া টক্করের পরে শেষ পর্যন্ত হিমাচল বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি (BJP)। বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিজেপি ৩৩-৪১টি আসন নিজেদের দখলে রাখতে পারে। অন্যদিকে কংগ্রেসের (Congress) ঝুলিতে যেতে পারে ২৪-৩২টি আসন। অর্থাৎ খুবই কাছাকাছি হতে পারে ফলাফল। বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারে কংগ্রেস। আপ লড়াই করলেও অবশ্য তাদের খালি হাতে ফিরতে হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। অন্যান্যরা ০-৪টি আসন পেতে পারে।     
কার ঝুলিতে কত ভোট:
ভোট শেয়ারের ক্ষেত্রে বিজেপি ও কংগ্রেস দুই শিবিরেই রক্তক্ষয়ের ইঙ্গিত মিলেছে। তুলমূল্য বিচার করলে বিজেপির ভোট হ্রাসের হার কিছুটা হলেও বেশি। এবিপি সি ভোটারের এক্সিট পোল (ABP C Voter Exit Poll) সমীক্ষা বলছে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৪.৯ শতাংশ ভোট। যা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় অন্তত ৪ শতাংশ কম। এবার কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১.১ শতাংশ ভোট। যা গত বিধানসভা নির্বাচনের থেকে ০.৬ শতাংশ কম। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আপ ২ শতাংশের মতো ভোট তাদের ঝুলিতে টানতে পারে। অন্যান্যরা মোটামুটি ১১-১২ শতাংশ মতো ভোট পাবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours