ভারত জোড়ো যাত্রা'-র সমাপ্তির দিনই 'মহিলা মার্চ' কর্মসূচির সূচনা হবে। মূলত মহিলাদের একজোট করে দলে টানতেই 'মহিলা মার্চ' কর্মসূচি শুরু করতে চলেছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।


কাশ্মীর থেকে কন্যাকুমারী জোড়ার লক্ষ্যে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার দেশের সমস্ত রাজ্যের মহিলাদের একসূত্রে বাঁধার ডাক দিয়ে ‘মহিলা মার্চ’ শুরু করতে চলেছেন রাহুল-সহোদর। আগামী বছরই মহিলা মার্চ শুরু করবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। রবিবার দলের তরফে ‘মহিলা মার্চ’ কর্মসূচির কথা ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে.সি বেণুগোপাল।

কংগ্রেসের তরফে কে.সি বেণুগোপাল জানিয়েছেন, দেশের সমস্ত রাজ্যের রাজধানীগুলিতে মহিলা মার্চ অনুষ্ঠিত হবে। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-র সমাপ্তির দিনই অর্থাৎ আগামী ২৬ জানুয়ারী, ২০২৩ থেকে ‘মহিলা মার্চ’ কর্মসূচির সূচনা হবে। তিনমাস ব্যাপী এই কর্মসূচি শেষ হবে আগামী ২৬ মার্চ, ২০২৩ পর্যন্ত। মূলত মহিলাদের একজোট করে দলে টানতেই ‘মহিলা মার্চ’ কর্মসূচি শুরু করতে চলেছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours