দমকলের ৬টি ইঞ্জিন রয়েছে সেখানে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়েছে।
তপসিয়া রোড এলাকায় জুতোর গোডাউনে আগুন। কালো ধাঁয়ায় ঢেকে গিয়ে গোটা এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দমকলের ৭টি ইঞ্জিন রয়েছে সেখানে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়েছে।
তপসিয়ায় আগুন(নিজস্ব চিত্র)
সূত্রের খবর, আজ দুপুর ১টা ১৫ নাগাদ আগুন লাগে। তপসিয়ার মিলাদনগরের জুতোর ওই গোডাউনিতে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ৫টি ইঞ্জিন এসে পৌঁছয় সেখানে। বর্তমানে ৭টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। ঘিঞ্জি বসতির জেরে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখছেন দমকল কর্মীরা। তাঁরা চেষ্টা করছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার।
মিলাদনগরের জুতোর গোডাউন ঢেকেছে কালো ধোঁয়ায়(নিজস্ব চিত্র)
গোডাউনটিতে যেহেতু প্রচুর দাহ্য বস্তু রয়েছে সেই কারণে চিন্তা বাড়াচ্ছে দমকলের। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকলের জলের পাইপ পৌঁছতে পারেনি মূল আগুনের উৎসস্থলে। যা চিন্তা বাড়াচ্ছে দমকল আধিকারিকদের। কারণ কারখানাটির পাশে আরও অনেক জুতোর গোডাউন রয়েছে। এখনও পর্যন্ত আহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারা যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours