ফের কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) উদ্ধার সোনা। শুল্ক দফতরের (Excise) হাতে প্রায় ১ হাজার গ্রামের বেশি ওজনের সোনা (Gold) সহ আটক সিঙ্গাপুর (Singapore) ফেরত ভারতীয় নাগরিক। ধৃত যাত্রীর নাম মুকেশ আগরওয়াল।

শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিককে আটক করেন। এরপরে তল্লাশি চালিয়ে ওই যাত্রী থেকে ২৭ টি গোল্ড কয়েন (Gold Coin) ও তিনটি গোল্ড বার (Gold Bar) উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১১৪০ গ্রাম। এর বাজার মূল্য ৫৬লক্ষ ৭৮হাজার ৬৯৪টাকা।

উল্লেখ্য, গত শুক্রবার ইন্ডিগোর (Indigo) ৬ ই ৮২২ ইম্ফলগামী বিমানে ওঠার সময় অভিযুক্ত সঙ্গীতা দেবীর লাগেজ চেকিং করা হয়। সেসময় স্ক্যানারে ব্যাগের মধ্যে প্যাকেট দেখা যায়। লাগেজ খুলতেই ১৩ টি প্যাকেট উদ্ধার করা হয়। আর সেই প্যাকেট গুলির মধ্যে মেলে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৩ লক্ষ ১ হাজার টাকা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours