জানা গিয়েছে, সপ্তাহ দুই আগে থেকেই বাঁকুড়া শহরে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। বুধবার আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় ১২৩।


পুজোর সময় থেকেই গোটা রাজ্যজুড়ে বাড়-বাড়ন্ত ডেঙ্গির। শহরে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়ালো প্রায় ১০০। এর মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার সকালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে যান ওই ওয়ার্ডে বাঁকুড়া সদরের মহকুমা শাসক। সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার পদাধিকারীরা।



জানা গিয়েছে, সপ্তাহ দুই আগে থেকেই বাঁকুড়া শহরে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। বুধবার আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় ১২৩। এর মধ্যে শুধুমাত্র ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙ্গা এলাকায় আক্রান্তের সংখ্যা ৯৮ জন। এছাড়াও শহরের লোকপুর ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে।

কেঠারডাঙ্গা এলাকায় দ্রুত ডেঙ্গি ছড়িয়ে পড়া রোধে একযোগে হাত লাগিয়েছে স্বাস্থ্য দফতর ও বাঁকুড়া পুরসভা। এলাকা নিয়মিত সাফাই করার পাশাপাশি বাড়ি-বাড়ি ঘুরে সমীক্ষা চালানো হচ্ছে। এলাকায় নিয়মিত স্প্রে করা হচ্ছে মশানাশক। এলাকার কেউ জ্বরে আক্রান্ত হলেই তাঁর রক্ত পরীক্ষা করা হচ্ছে। আজ সকালে এলাকায় যান বাঁকুড়া সদরের মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত। পুর কর্মীদের সাফাই কাজ ও স্বাস্থ্য দফতরের কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলার শেখ আজিজুল সহ পুরসভার পদাধিকারীরা। এলাকা খতিয়ে দেখার পর মহকুমা শাসকের দাবি ডেঙ্গির সংক্রমণ ক্রমশ কমে এলেও পুরসভা ও স্বাস্থ্য দফতর লাগাম কোনও ভাবেই হালকা করছে না। পুরসভার দাবি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours