কৃষ্ণা নবমী তিথি৷ সেই উপলক্ষেই অকাল বোধন৷ মহালয়ার আগে সোমবারই দুর্গাপুজোর (Durga Puja 2022) শুভ সূচনা হল দাসবাড়িতে৷

আজও ইতিহাস কথা বলে
কলকাতার এই বাড়িটার আনাচে কানাচে আজও ইতিহাস কথা বলে। এ বাড়ির ইটে ইটে রয়েছে অতীতের চুপকথা। সাবেকিয়ানা আর আভিজাত্যর মিশেল এই বাড়ির পুজোয়। মহালয়া আসতে এখনও ৬ দিন। তবে সোমবার থেকেই আগমনী আলো এ বাড়ির দোর দালানে ৷ সকাল থেকেই চলেছে পূজানুষ্ঠান, আরতি, পুষ্পাঞ্জলি৷ 

কল্পারম্ভের পর কী হয় 
কল্পারম্ভের পর দেবীর বোধন ৷ আর, পুজোর আনন্দে সামিল পরিবারের সদস্য থেকে পাড়া-প্রতিবেশীরাও ৷ এই যে বোধন হল শীল লেনের দাস বাড়িতে, এই পুজো চলবে ষষ্ঠী পর্যন্ত ৷ মহাসপ্তমীতে শুরু মহাপুজো ৷ কৃষ্ণানবমী উপলক্ষে দাস বাড়িতে চরম ব্যস্ততা সোমবার ৷ সকাল থেকেই শুরু পুজো ৷ তারপর চণ্ডীপাঠ, মঙ্গলারতি, ভোগ ৷ শীল লেনের দাসবাড়িতে এখন তাই উত্সবের আমেজ ৷ কচিকাঁচা থেকে বড়রা সকলেই মেতে উঠেছেন পুজোর আনন্দে ৷ 

পুজো পরিক্রমার প্যাকেজ
পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। কোন কোন পুজো দেখবেন? কী খাবেন? তা নিয়ে চিন্তার কিছু নেই। পুজো পরিক্রমার প্যাকেজ (Puja Parikrama Package) এনেছে পরিবহণ দফতর (West Bengal Transport Department)। এসি বাসে করে বনেদি বাড়ির ঠাকুর দেখতে খরচ হবে ১৮৫০ টাকা। সপ্তমী থেকে নবমী এসপ্ল্যানেড টার্মিনাস (Esplanade Bus Turminus) থেকে সকাল ৮টায় দর্শনার্থীদের নিয়ে বাস ছাড়বে। শোভাবাজার রাজবাড়ি (Sovabazar Rajbari), সাবর্ণ রায়চৌধুরী ও রানি রাসমণির বাড়ি-সহ একাধিক বনেদি বাড়ির পুজো দেখানো হবে। থাকবে জলখাবার, লাঞ্চ ও বিকেলের স্ন্যাক্স। 



পুজোর সময়সূচি 

মহালয়া ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
মহাপঞ্চমী ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার
মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার
মহাঅষ্টমী ৩ অক্টোবর ২০২২ সোমবার
মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার
কোজাগরী লক্ষ্মী পুজো ৯ অক্টোবর ২০২২, রবিবার
                                                 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours