গত দেড় বছর করোনার কারণে বাড়েনি মহার্ঘ ভাতা। চলতি বছরের জানুয়ারি মাসে সেই ভাতা বাড়ানো হয়। ফের একবার বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরে একবার নয়, দুবার মহার্ঘ ভাতা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এমনটাই শোনা গিয়েছিল। ৪ শতাংশ ডিএ বাড়বে বলেও কানাঘুষো শোনা যাচ্ছিল। সম্প্রতি একটি নির্দেশিকার ছবিও ছড়িয়ে পড়ে। এই খবরে স্বভাবতই খুশি ছিলেন কর্মীরা। কিন্তু, সেই আশায় জল ঢালল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, কোনও ডিএ বৃদ্ধি আপাতত হচ্ছে না। এখনও পর্যন্ত এই ধরনের কোনও নির্দেশিকা জারি হয়নি বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।



সম্প্রতি একটি মেমোরান্ডামের ছবি হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছিল। যেখানে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে হবে ৩৮ শতাংশ। ১ জুলাই থেকে কার্যকর হবে সেই বর্ধিত মহার্ঘ ভাতা। ২০২২-এর সেপ্টেম্বরে এরিয়ার সহ সেই মহার্ঘ ভাতা বেতনের সঙ্গে কর্মীদের দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছিল। কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে একটি টুইটে ওই চিঠিকে ভুয়ো বলে উল্লেখ করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours