রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অটোর চালক সহ ৯ মহিলা যাত্রীর মৃত্যুর ঘটনা দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদি প্রত্যেকেই। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। শেষকৃত্যের জন্যও প্রতি পরিবারকে দেওয়া হবে ২ হাজার টাকা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ' আমরা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান করব ৷ সমব্যাথী প্রকল্পের অধীনে,  মৃতদের শেষকৃত্য সম্পাদনের জন্য ২০০০ টাকা দেওয়া হবে ৷ ' 
প্রধানমন্ত্রীর ট্যুইটকে রিট্যুইট করে দিলীপ ঘোষ লেখেন, ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রকৃতই দেশের অভিভাবক তা তিনি আবারও প্রমাণ করলেন। বীরভূমে পথ দুর্ঘটনায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন তিনি। ধন্যবাদ জানাই তাঁকে। '

মঙ্গলবারই রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাণ যায় অটোর চালক ও ৮ মহিলা যাত্রীর। বেপোরোয়া গতির জন্যই কি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছে রাজ্য ও কেন্দ্র। রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। আচমকা তেলডা মোড়ের কাছে, উল্টোদিক থেকে আসা যাত্রীবোঝাই অটোটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাকিদের মৃত ঘোষণা করা হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours