অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিৎসক যাওয়ার ঘটনায় এবার পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসকের দল গেল, বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর৷ দ্রুত এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সতর্কও করেদেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে৷

ঘটনার সূত্রপাত গতকাল সকালে৷ বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে এক চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের একটি দল অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে৷ যে চিকিৎসক অনুব্রতকে দেখেন, সেই চন্দ্রনাথ অধিকারী পরে দাবি করেন, হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন৷

এমন কি, অনুব্রত মণ্ডল চাপ দেওয়ার কারণেই তিনি সাদা কাগজে তাঁকে বেড রেস্ট নেওয়ার কথা লিখে দিতে বাধ্য হয়েছিলেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন ওই চিকিৎসক৷


এই ঘটনার পর থেকেই প্রশ্ন ওঠে, একজন রাজনৈতিক নেতার বাড়িতে কেন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক যাবেন? ঘটনার পর থেকেই বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর খোঁজ মিলছে না৷ তাঁর কোয়ার্টারও তালাবন্ধ অবস্থায় রয়েছে৷ বীরভূমের জেলা স্বাস্থ্য আধিকারিকও দাবি করেছেন, ওই চিকিৎসক কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন তা তিনি জানেন না৷ এই বিতর্কের মধ্যেই এবার বিষয়টিতে হস্তক্ষেপ করল স্বাস্থ্য দফতর৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours