শিলিগুড়িতে বামেদের মিছিলে 'ধুন্ধুমার।' পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা । কী নিয়ে আজকের এই মিছিল ?
শিলিগুড়িতে (Siliguri) বামেদের মিছিলে 'ধুন্ধুমার।' পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা (Left Agitation)। ঠেলে ফেলে দেওয়া হয় গার্ডরেল। পুরসভা ঘিরে এদিন অভিযান চালানোর কর্মসূচি ঘিরে আগে থেকেই উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী (Police)। যাতে বামেরা শিলিগুড়ি পুরসভায় বামেরা যাতে ঢুকতে না পারে, সেজন্য সতর্ক ছিল পুলিশ প্রশাসন।
বামেদের বিক্ষোভ শুরু হতেই শুরু হয় ধুন্ধুমার শিলিগুড়িতে। শেষ অবধি ব্যারিকেড ভেঙেই পুরসভা চত্ত্বরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। মূলত ২০১২ সালের একটি মামলার ইস্যুতে দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ এবং পুরসভায় কিছু কাজকর্ম হচ্ছে না, উন্নয়নমূলক কোনও কাজ হচ্ছে না। রাস্তাঘাট পরিষ্কার থাকছে না, পাশিপাশি শিলিগুড়ির মোড়ে পার্কিং ইস্যু-সহ একাধিক অভিযোগ তুলেই মূলত এদিন বামেদের প্রতিবাদ মিছিল।


Post A Comment:
0 comments so far,add yours