প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে প্রতিষেধকের দুই ডোজ নিয়েও শেষ রক্ষা হলো না। গত জানুয়ারি মাসে দেশে করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়া ৩২২ জনের মধ্যে ৮৮ জনই টিকা নিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ১৮ জন ও সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন ৬৮ জন।করোনার টিকা নিয়েও যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গত মাস থেকেই দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ শুরু হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা যেভাবে প্রতিদিন ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, তেমনই গত তিনদিন দৈনিক মৃত্যু ৩০-এর গণ্ডি টপকে গিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, 'গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। পাশাপাশি মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও ৩১ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ৪৫২ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ।'

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, 'গত মাসে অর্থা‍ত্‍ ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩২২ জনের। তাদের মধ্যে ২৩৪ জন করোনার টিকা নেননি। ৮৮ জন অবশ্য টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ১৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৬৮ জন।' উল্লেখ্য, গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় পৌনে ১০ কোটি মানুষ টিকা নিয়েছেন।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours