নাইজেরিয়ায় আবারও গণহত্যা চালিয়েছে বোকো হারাম। দেশটির বোর্নো প্রদেশে এনজাবা শহরে এই গণহত্যা চালিয়েছে তারা।
বৃহস্পতিবার আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বোকো হারাম অন্তত ৪৫ জনকে হত্যা করেছে। এর মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

তবে এএফপির খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা ৬৮ জনের বেশি।

এএফপির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার এই গণহত্যা চালায় বোকো হারাম। জঙ্গিদের হাত থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী মুমিনু হারুনার দেওয়া ভাষ্য মতে, শিশুসহ কমপক্ষে ৬৮ জনকে হত্যা করেছে বোকো হারাম। শিশুদের জবাই করে এবং অন্যদের আগুনে পুড়িয়ে হত্যা করেছে তারা।

রয়টার্সকে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এনজাবায় বোকো হারামের হামলা সম্পর্কে তাত্‍ক্ষণিকভাবে তারা কিছু জানতে পারেনি। শহরটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে তাদের প্রবেশযোগ্যতা নেই। ফলে গণহত্যার খবরের বিষয়ে নিশ্চিত হতে সময় লেগে গেছে তাদের।




এক ঝলক by Dailyhunt 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours