SOURCES- THE WALL

নিষিদ্ধ শব্দবাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসাতের (Barasat) বড়পোল এলাকার চৈতন্যনগরে। সপ্তমীর সকালে ওই এলাকার বেশ কয়েকজন শিশু চকলেট বোমা ফাটাচ্ছিল। মৃত সায়ন সেন বাড়ির সামনে দাঁড়িয়ে শব্দবাজি ফাটানো দেখছিল।হঠাত্‍ই একটি টিফিন বক্সের মধ্যে কয়েকটি চকলেট বোমা রেখে ফাটানো হয়। সেই টিফিন বক্সের টুকরো ছিটকে এসে ওই শিশুটির গলায় লাগে। কেটে যায় গলার একাংশ। স্থানীয়রা তত্‍ক্ষণাত্‍ শিশুটিকে বারাসাত জেলা হাসপাতাল নিয়ে যান। কিন্তু চিকিত্‍সা শুরু হওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়

মৃত শিশুর বাবার দাবি স্থানীয় এক টোটো চালক বেআইনিভাবে শব্দবাজি ফাটাচ্ছিলেন। তিনি ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানান। শিশুটির মায়ের দাবি মৃত সায়ন চুপচাপ দাঁড়িয়ে শব্দবাজি ফাটানো দেখছিল। তিনিও ওই টোটো চালকের দিকে অভিযোগের আঙুল তোলেন। প্রতিবেশীরা অবশ্য বয়সে বড় কারোর শব্দবাজি ফাটানোর কথা মানতে চাননি। তাঁদের দাবি এলাকার শিশুরা মিলেই শব্দবাজি ফাটাচ্ছিল। এই ঘটনায় চৈতন্যনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ওই শিশুরা কোথা থেকে নিষিদ্ধ চকলেট বোমা পেল তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours