আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে পুজোর তিনদিনই ভাসিয়েছে বর্ষা। পুজো ফুরোতে না ফুরোতেই আবার ঘনিয়েছে নতুন জোড়া নিম্নচাপ! রবিবার থেকেই এই নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। বৃষ্টির (Rain) তেজ বেড়েছে সোমবার।আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও লাগোয়া ওড়িশার উপরে অবস্থান করছে সেটি।সেই সঙ্গে দোসর জোরদার দক্ষিণ-পূবালী হাওয়া। এর জেরে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই ভিজবে তিন দিন ধরে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এর ফলে পাহাড়ি এলাকায় নামতে পারে ধস। উপকূল এলাকাতেও বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে খবর। শহরাঞ্চলে পুরনো, জীর্ণ বাড়িগুলিতে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া-আধিকারিকদের। দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার সকাল থেকেই একঘেয়ে বৃষ্টি হয়ে চলেছে। অবিশ্রান্ত ধারাপাতে ক্লান্ত রাজ্যবাসী। আর এদিন বিকেলেই আবহাওয়া দফতর জানালো টানা তিন দিন এমনই থাকবে আবহাওয়া। অর্থাত্‍ লক্ষ্মীপুজোতেও ভোগাবে এই ঝিরঝিরে বৃষ্টি
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours