কেন্দ্রীয় সংশোধানাগারে বসেই গাঁজার ছিলিমে টান দিত সাজাপ্রাপ্ত বন্দিরা! কীভাবে? কারারক্ষীকে হাতেনাতে পাকড়াও করল পুলিস। টুপির ভিতর থেকে বাজেয়াপ্ত হল ১০ প্যাকেট গাঁজা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মফিজুদ্দিন।জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধানাগারের (Jalpaiguri Central Correctional Home) কারারক্ষী হিসেবে বন্দিদের উপর নজরদারি ও নিয়মরক্ষার দায়িত্বে ছিল সে। তাহলে? অভিযোগ, সংশোধানাগারের ভিতরে সাজাপ্রাপ্ত বন্দিদের হাতে গাঁজা পৌঁছে দিত মফিজুদ্দিন। বিনিময়ে মোটা টাকাও নিত সে। গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক হয়ে যায় সংশোধানাগার কর্তৃপক্ষ। পুলিস সূত্রে খবর, এদিন সকালে গেটে তল্লাশি সময়ে মফিজুদ্দিনকে হাতেনাতে ধরে ফেলেন সংশোধানাগারের কর্মীরাই। তাঁর টুপি থেকে উদ্ধার হয় ১০ প্যাকেট গাঁজা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোতুয়ালি থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কতদিন সংশোধনাগারের ভিতরে গাঁজা পাচার করা হচ্ছিল? এই পাচারচক্রের সঙ্গে কি আরও কেউ জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এদিকে এই ঘটনায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও বন্দিদের কাছ থেকে মোবাইল ফোন, গাঁজা, ছুরি-সহ নানা সামগ্রী উদ্ধার হয়েছিল। যা দেখে তাজ্জব বনে গিয়েছিলেন খোদ কারা বিভাগের এআইজি।





Information source- Zee 24 ঘন্টা
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours