ইয়াসের দগদগে স্মৃতি এখনো জ্বলজ্বল বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারায়, গত ২৬ মে ইয়াসে দঃ ২৪ পরগনার অন্যান্য কিছু দ্বীপের সাথে এই সম্পূর্ণ দ্বীপটি জলের তলায় চলে যায়। নষ্ট হয়েছে বহু মানুষের ঘরবাড়ি। জীবন বাঁচাতে কিছু জনকে কাকদ্বীপ বা সাগরে পাঠিয়ে বাড়ির কর্তা থেকে গেলেন নিজের বাসস্থানে, কিন্তু জল ওঠার পর ঠাঁই মিললো ঘরের চালে। জল নামার পরে বহু স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছেন, তেমনি আজ কলকাতা থেকে আগত ডাইট্রন স্টিল কোম্পানি সাগরের ডিলারের সহায়তায় - এর পক্ষ থেকে ঘোড়ামারাদ্বীপে ৫০০টি পরিবারকে চাল, ডাল, আলু, জল, দুধ, ত্রিপল আরও অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করলেন। তারা আরও জানালেন ডাইট্রন স্টিল এখানে থেমে নেই, আগামী ১৭ তারিখ সন্দেশখালী, বিগলগঞ্জ আরও অন্যান্য জায়গাতেও ওনারা ত্রান দেবেন। উপস্থিত ছিলেন ডাইট্রন স্টিল কোম্পানির তরফ থেকে প্রেসিডেন্ট শান্তনু সরকার,  কর্ণধার রণবীর সিং ও অন্যান্য কর্মীবৃন্দ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours