ইয়াসের ফলে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল   আরেকদিকে মৌসুনী নদী বাঁধ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রাজেশ ক্ষেত্রী।
সুন্দরবন নদীমাতৃক এলাকা সেখানে প্রায় ৯টি দ্বীপে মানুষ বসবাস এবং সেই দ্বীপগুলির চারিদিকে মাটির বাঁধ দিয়ে নদীর জল কে আটকানো হয় কিন্তু বিগত দিনে সুন্দরবন এ একাধিক বার সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকায় সহ মানুষ    নদী বাঁধ গুলি মাটি দিয়ে হওয়ায় সেই বাঁধের বারবার সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ভাঙ্গনের মুখে পড়ছে এবং বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন,  সুন্দরবনের মানুষ প্রায় অনেক বছর ধরেই  বারবার  একটাই দাবি করে আসছে তাদের কংক্রিটের বাঁধ চাই ইয়াস ঝড়ের পরে মৌসুনী দ্বীপ     পরিলক্ষিত করতে যায়   আইনজীবী রাজেশ ক্ষেত্রী  সূত্রের খবর  সেখানকার সাধারণ মানুষের দুর্দশার অবস্থা দেখে তিনি কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করলেন আজ।
যেটি মূলত ছিল কংক্রিট বাঁধের দাবি নিয়ে এই জনস্বার্থ মামলা  
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours