আগামী ২৫ ও ২৬ তারিখের মধ্যে সুন্দরবনের ওপর ধেঁয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় যশ তারই জন্য বিপর্যয় মোকাবিলার এনডিআরএফের ৩০ জনের  একটি টিম পৌঁছে গেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে,গঙ্গাসাগরের
 এনডিআরএফের ইন্সপেক্টর সন্দীপ কুমার ঝাঁ এর নেতৃত্বে এনডিআরএফের কর্মীরা সাগরে কোপিলমুনি মন্দিরের সামনে ও সমুদ্রের পাশে  সিবিজে গিয়ে মাইকিং করে সমুদ্রে মৎস্যজীবীদের
 মাছ ধরিতে না যাওয়ার জন্য সতর্ক করানো হচ্ছে এর পাশাপাশি সাগরের বিভিন্ন জায়গায় এলাকার মানুষজনকে সতর্ক করাচ্ছেন এনডিআরএফের টিম সহ সাগরের পুলিশ প্রশাসন,
এবং ঘূর্ণিঝড় যশ কিভাবে মোকাবেলা করা যাবে সেই ব্যাপারে নামখানায় পুলিশকর্মীদের নিয়ে একটি  বৈঠক করলেন সাগরের এসডিপিও
 দীপাঞ্জন চ্যাটার্জী মহাশয়,এবং সাগর ব্লক উন্নয়ন আধিকারিক এর নির্দেশে গঙ্গাসাগরে চত্বরে ওড়ানো হচ্ছে ড্রোন ক্যামেরা।
Source : নিজস্ব সংবাদ দাতা।

RADIO KAKDWIP : (Online Radio station) facebook.com/radiokakdwip 
Instagram.com/radiokakdwip

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours