4 বছর পর Reliance Jio-র রেকর্ড ভাঙল Bharti Airtel। 2020 সালের সেপ্টেম্বরে মোট 3.8 মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার জুড়ল Airtel (Airtel Subscribers September 2020)। পরিসংখ্যান বলছে, গ্রাহক যোগ করার Airtel-এর এই নতুন সংখ্যা Reliance Jio-থেকে দ্বিগুণ সংখ্যক। বিশেষজ্ঞরা বলছেন, তার একমাত্র কারণ Airtel-এর দুরন্ত নেটওয়ার্ক।
ডিজিটাল ডেস্ক:
চার বছর পর মাসিক সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর নিরিখে Reliance Jio-কে টপকে গেল Bharti Airtel। 2020 সালের সেপ্টেম্বর মাসে সাবস্ক্রাইবার বৃদ্ধির বিচারে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে ছাপিয়ে এক নম্বরে উঠে গেল Airtel। গত বৃহস্পতিবার দেশের টেলিকম রেগুলেটর TRAI-এর তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।2020 সালের সেপ্টেম্বরে বেশ বড়সড় গ্রোথ হয়েছে Airtel-এর। সেই মাসে এই বেসরকারি টেলকো মোট 3.77 মিলিয়ন নতুন কাস্টোমার যোগ করেছে (Airtel Subscribers September 2020)। আর সেপ্টেম্বরেই গ্রাহক সংখ্যা বাড়ানোর দিক থেকে Airtel-এর ঠিক পরেই রয়েছে Reliance Jio। চলতি বছরের সেপ্টেম্বরে 1.46 মিলিয়ন নতুন কাস্টোমার Jio পরিবারের সদস্য হয়েছেন। তবে সবথেকে বড় লোকসান হয়েছে Vodafone Idea বা Vi-এর। সেপ্টেম্বরে 4.65 মিলিয়ন সাবস্ক্রাইবার হারিয়েছে এই টেলিকম সংস্থা। অন্য দিকে আবার MTNL এবং Reliance Communications যথাক্রমে 5,784 এবং 1,324 গ্রাহক খুইয়েছে।তবে এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে সরকারি টেলিকম সংস্থা BSNL। Airtel এবং Jio বাদে অধিকাংশ টেলিকম সংস্থাই যেখানে গ্রাহক হারাচ্ছে, ঠিক সেখানেই BSNL চলতি বছরের সেপ্টেম্বরে 78,454 নতুন কাস্টোমার জুড়েছে। যদিও সব দিক থেকে সেপ্টেম্বরে টেলিকম মার্কেটে গ্রাহক সংখ্যার বিচারে সবার প্রথমে রয়েছে সেই Reliance Jio, যাদের মোট সাবস্ক্রাইবার সংখ্যা এই মুহূর্তে 404.12 মিলিয়ন। তার ঠিক পরেই রয়েছে Airtel, যাদের গ্রাহক সংখ্যা 326.61 মিলিয়ন, Vodafone Idea 295.49 মিলিয়ন সাবস্ক্রাইবার, BSNL 118.89 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং MTNL 3.33 মিলিয়ন সাবস্ক্রাইবার।
অন্য দিকে আবার চলতি বছরের সেপ্টেম্বরে সার্বিক ভাবে দেশের টেলিকম গ্রাহকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। অগাস্টে দেশের মোট টেলিকম সাবস্ক্রাইবার ছিল 1,167.81 মিলিয়ন। সেই সংখ্যাটাই সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 1,168.66 মিলিয়ন। অগাস্টে যেখানে ভারতের ওয়্যারলেস টেলিকম গ্রাহকসংখ্যা ছিল 1,147.92, সেটাই সেপ্টেম্বরে হয়েছে 1,148.58 মিলিয়ন।
ঠিক সেরকম ভাবেই আবার ল্যান্ডলাইন কাস্টোমারও বেড়েছে সেপ্টেম্বরে। অগাস্টে এ দেশের মোট ল্যান্ডলাইন গ্রাহকসংখ্যা ছিল 19.89 মিলিয়ন, সেই সংখ্যাটাই সেপ্টেম্বরে 20.08 মিলিয়ন হয়ে দাঁড়িয়েছে। আবার দেশের ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার সেপ্টেম্বরে বেড়েছে 1.41 শতাংশ। ভারতে 2020 সালের অগাস্টে ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 716.19 মিলিয়ন। সেপ্টেম্বরে দেশের ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার হয়েছে 726.32 মিলিয়ন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours