শুক্রবার থেকে শিলিগুড়িতে খুলে গেলো বেঙ্গল সাফারি পার্ক। পার্কের তরফ থেকে জানানো হয়েছে সামাজিক সুরক্ষা মেনেই সব কাজ করা হচ্ছে।

প্রথম দিন থেকেই পর্যটকদের আগমন বেড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি পার্ক খোলার জন্য রাজ্যের বনদপ্তরের তরফে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী পার্কে প্রবেশের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে হবে। সাফারির জন্য মোট ১০টি বাস চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রীদের বসানোর ব্যবস্থা করতে হবে।

তবে বন্ধ থাকবে হাতি সাফারি। এর পাশাপাশি একদিনে পার্কে ৩ হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন। অন্যদিকে,পার্কের ভেতরে যেসকল রেস্তোরা রয়েছে সেগুলিতে একসঙ্গে ৩০ জন প্রবেশ করতে পারবেন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours