দেখে নিন শনিবার কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-
সরকারি ওয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও Indian Oil শনিবারও পেট্রোলের দামে কোনও বদল করেনি ৷ অন্যদিকে অবশ্য ডিজেলের এদিন ফের ২০ পয়সা প্রতি লিটারে কমানো হয়েছে ৷ চলতি মাসে চিনে অপরিশোধিত তেলের চাহিদা গত চার মাসে সবচেয়ে কম রয়েছে ৷ এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উপরে পড়ছে ৷ শুক্রবারও অপরিশোধিত তেলের কমানো হয়েছে আন্তর্জাতিক বাজারে ৷ ফলে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম কমানো হচ্ছে ৷
প্রতিদিন সকাল ৬টায় সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷
দেখে নিন শনিবার কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ৮১.১৪ টাকা, ডিজেল ৭১.৮২ টাকামুম্বই- পেট্রোল ৮৭.৮২ টাকা, ডিজেল ৭৮.২৭ টাকাকলকাতা- পেট্রোল ৮২.৬৭ টাকা, ডিজেল ৭৫.৩২ টাকাচেন্নাই- পেট্রোল ৮৪.২১ টাকা, ডিজেল ৭৭.২১ টাকানয়ডা- পেট্রোল ৮১.৬৪ টাকা, ডিজেল ৭২.১৩ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৭৯.৩২ টাকা, ডিজেল ৭২.২৯ টাকালখনউ- পেট্রোল ৮১.৫৪ টাকা, ডিজেল ৭২.০৫ টাকাপটনা- পেট্রোল ৮৩.৭৯ টাকা, ডিজেল ৭৭.২৩ টাকাজয়পুর- পেট্রোল ৮৮.২৯ টাকা, ডিজেল ৮০.৭২ টাকা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় এবং টাকার মূল্যে বৃদ্ধির জেরে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ ক্রডের দাম ২০ শতাংশ কমলে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ৷ অর্থাৎ লিটার প্রতি ২.৫ থেকে ৩ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল ও ডিজেল ৷
Post A Comment:
0 comments so far,add yours